রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলারাজশাহীর রাণীনগর নৈশ উচ্চ বিদ্যালয়ে বির্তকিত ব্যক্তি সভাপতি হতে তৎপর

রাজশাহীর রাণীনগর নৈশ উচ্চ বিদ্যালয়ে বির্তকিত ব্যক্তি সভাপতি হতে তৎপর

মাসুদ রানা রাব্বানী : রাজশাহী মহানগরীর রাণীনগর নৈশ্য উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিকে মারধরসহ জালিয়াতির মাধ্যামে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন স্বেচ্ছাচারিতার অভিযোগে অভিযুক্ত আব্দুল করিম আবারও সভাপতি হতে তৎপর হয়ে উঠেছেন।

বিভিন্ন তদ্বিরের মাধ্যমে বর্তমানে তিনি এ্যাডহক কমিটির সদস্য। এখন তিনি নির্বাচিত সভাপতি হতে চালাছেন নানা ধরনের তৎপরতা। এতে সহযোগীতা করছেন ওই স্কুলেরই কয়েকজন সুবিধাভোগী শিক্ষক। এর আগে ২০১৫ ও ২০১৬ সালে তিনি সভাপতি থাকাকালীন সময়ে আব্দুর করিম অনিয়ম, দূর্ণীতি, মারামারিসহ নানান কর্মকান্ড চালিয়েছেন অভিযোগ উঠেছে।

স্কুলের একটি সুত্রে জানাগেছে, গত ২০১৬ সনের ২২ জুন রাণীনগর নৈশ্য উচ্চ বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহি সদস্য নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি আব্দুল করিম বহিরাগত কয়েকজন সন্ত্রাসী নিয়ে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম ও সোয়ায়েব আলীকে মারধর করেন।

এ ব্যপারে বিদ্যালয়ে প্রধান শিক্ষক-সহ ৯জন শিক্ষক রাজশাহী সদর আসন-২, এর সাংসদ ফজলে হোসেন বাদশাকে গণস্বাক্ষর সম্মেলিত একটি লিখিত অভিযোগ করেন। তৎক্ষনাত তিনি বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর প্রেরণ করেন সাংসদ। পরে তদন্তের পর ওই কমিটিকে বাতিল কওে রাজশাহী শিক্ষাবোর্ড।

এছাড়ও মারধরের ঘটনায় প্রধান শিক্ষক শরিফুল ইসলাম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় সভাপতি করিমকে অভিযুক্ত করে একটি সাধারণ ডায়েরী করেন।

এর আগে ২০১৫ সনের বছর ৭ জুন অবৈধভাবে জালিয়াতির আশ্রয় নিয়ে কাব্যতীর্থ শিক্ষিকার নিয়োগ দেন তিনি। ওথচ ওই সালে ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর রেজিস্ট্রেশণ কপিতে কোন হিন্দু শিক্ষার্থী ছিলো না। জালিয়াতির মাধ্যমে ১০০জন হিন্দু শিক্ষার্থী দেখিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে কাব্যতীর্থের শিক্ষিকাকে অবৈধ ভাবে নিয়োগ দিয়েছিলেন তিনি। স্কুলের ম্যানেজিং কমিটির ১১জন সদস্যের মধ্যে ৫জন সদস্যের প্রতিবাদ সত্বেও মাত্র ৬জন সদস্যের স্বাক্ষরে নিয়োগ বোর্ড সম্পন্ন করে করে নিয়োগ দেয়।

এরপর ২০১৫ সনের ১লা জুলাই একটি নিয়োগ কমিটিতে সভাপতি, প্রধান শিক্ষক, ডিজি প্রতিনিধি বিদ্যুৎসাহি, অভিভাবক সদস্য থাকার নিয়ম থাকলেও অনিয়মতান্ত্রিকভাবে অভিভাবক সদস্য ড.এস.এফ.এম.খাইরুল আতাতুর্ক ওরফে সাইফুল ডাক্তারকে নিয়োগ বোর্ডের সদস্য করেন। কিন্তু ডা: সাইফুল কোন শিক্ষার্থীর অভিভাবক ছিলেন না এবং ভোটার লিষ্টে ডা, খাইরুল ইসলামের নাম ছিলো না। এই নিয়োগেও ১১জন সদস্যের মধ্যে ৫জন সদস্যের প্রতিবাদ সত্বেও মাত্র ৬জন সদস্যের স্বাক্ষরে নিয়োগ বোর্ড সম্পন্ন করেন সভাপতি করিম। ওই নিয়োগ বানিজ্যের টাকা শরীরচর্চা শিক্ষক আকরাম হোসেন সরকারের কাছে জমা আছে। এমনকি সরকারী ডি.জি অডিটে ৮১ হাজার বেশি উত্তোলন করে আত্মসাৎ করেছেন শরীর চর্চা শিক্ষক মোঃ আকরাম হোসেন সরকার যাহা অডিড রিপোর্টে লিপিবদ্ধ রয়েছে।

বর্তমানে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণীতে রেজিস্ট্রেশনের বাইরে অতিরিক্ত নাম বসিয়ে ভোটার তালিকা লম্বা করা হচ্ছে বলে জানা গেছে। সভাপতির চেয়ারে বসতে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিবেন বিতর্কীত সভাপতি আব্দুল করিম এতে কোন সন্দেহ নাই বলেও মনে বলে মনে করছেন স্থানীয়রা। এ ব্যপারে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর বিদ্যালয় পরিদর্শক মহাঃ জিয়াউল হক বলেন, কোন বিতর্কীত ব্যক্তিকে আমরা সভাপতি পদে রাখব না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments