মাসুদ রানা রাব্বানীঃ সম্প্রতি রাজশাহী মহানগরীর উপশহর এলাকায় র্যাবের হাতে কোচিং সেন্টারের মালিক সাগরকে আটকের ঘটনাটির সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন তার পরিবার।
আটক কোচিং সেন্টারের মালিকের স্ত্রী মাহাবুবা খাতুন নীলা পৃথক পৃথক আবেদনে গতকাল শনিবার রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান হুমায়ুন কবির ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি রাজশাহী জেলা প্রসাশক শামীম আহমেদের কাছে এ আবেদন করেন।
মিসেস নীলা তার আবেদনে উল্লেখ করেন তার স্বামী মজনু আহমেদ সাগর দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সাথে রাজশাহীতে সাগর সাইন্স একাডেমী নামের একটি প্রাইভেট হোম পরিচলান করে আসছেন। এছাড়াও তিনি যৌথ ভাবে দুটি স্কুল আদর্শ বর্ণমালা স্কুল ও কলেজ নামে একটি প্রতিষ্ঠান নট ব্রিজ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীর সংখ্যা আট শতাধিক।
গত ১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টায় উপ-শহর মডেল প্রাইমারী স্কুলের তিন রাস্তার মোড়ে বাবু ভ্যারাইটি স্টোরের সামনে র্যার আমার স্বামীকে আটক করে এবং তার প্রাইভেটকারে তল্লাশী চালায়। এ সময় তার প্রাইভেটকার থেকে অস্ত্র ও মাদক উদ্ধার দেখানো হয়। যা কেউ বা কারা শত্রুতা পূর্বক আমার স্বামীর প্রাইভেটকারে অস্ত্র মাদক রেখে র্যাবকে তথ্য দেয়। সাগরের স্ত্রী মিসেস নীলা আরো বলেন, র্যার একটি এলিট বাহিনী দেশে সন্ত্রাস দমনে উল্ল্যেখযোগ্য অবদান রেখে চলেছে। মিসেস নীলা ও তার পরিবার আবেদনে উল্লেখ করেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত হলেই ঘটনার সাথে উড়িত প্রকৃত আসামী কে ? তা উদঘাটন হবে।
এ ব্যাপরে মিসেস নীলার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, সুষ্ঠ তদন্ত চেয়ে আমি আবেদন করেছি। আশা করি আমার আবেদনের তদন্ত হবে।
এ ব্যাপারে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি,ও র্যাবের ডিজি সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেন।