মুহ. মিজানুর রহমান বাদল : মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ২৩ দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি মাদ্রাসার দুই ছাত্রী। তারা দুজনেই সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানি গ্রামে দেওলী হযরত সাওদা (রা.) বালিকা মাদ্রাসার হেফজখানার শিক্ষার্থী ছিলেন।
থানা পুলিশ জানান, মাদ্রাসার দুই শিক্ষার্থীদের উদ্ধারে জোর চেষ্টা চলছে।
নিখোঁজ দুই মাদ্রাসাছাত্রী হলো উপজেলার জয়মন্টপ ইউনিয়নের তাসলিমা আক্তার তিবনা এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোহানা আক্তার।
সুহানার মা লিপি আক্তার বলেন, গত ১ অক্টোবর আমার মেয়ে নিখোঁজ হয়েছে। এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি। আমি থানায় গিয়ে সাধারণ ডায়েরি করেছি। ২৩ দিন হয়ে গেল আজ পর্যন্ত আমার মেয়েটাকে খুঁজে পেলাম না।
তাসলিমার মা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্বের অবহেলার কারনে আমার মেয়ে উধাও হয়। এর পেছনে কার হাত রয়েছে। আমার মেয়েটা এত দিন নিখোঁজ রয়েছে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না। আমার মেয়ে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।
এ ব্যাপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আমিনুর রহমান বলেন,কোনো একটা অভিযোগের কারণে তাদের শাসন করা হয়েছিল। নিখোঁজের পর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি।
সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন,মাদ্রাসার দুই ছাত্রী নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে। তাদের উদ্ধারের জোর চেষ্টা অব্যাহত আছে।