শনিবার, মে ১৮, ২০২৪
Homeসারাবাংলাফিলিস্তিনের উপর ইসরায়েলী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

ফিলিস্তিনের উপর ইসরায়েলী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন

মোঃ জালাল উদ্দিনঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে করোনাকালে করোনায় মৃতদের দাফন-কাফনকারী সংগঠন “ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল” এর উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৫ অক্টোবর ২০২৩ইং, শ্রীমঙ্গল শহরের চৌমুহনী চত্ত্বরে সকাল ১১টার সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ জুনেদ এর সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে মানববন্ধন শুরু হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সম্মানিত উপদেষ্টা শ্রীমঙ্গল উপজেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব এ এস এম ইয়াহইয়া, আঞ্জুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা ফজলুর রহমান, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন, বিশিষ্ট কথাসাহিত্যিক কবি মাওলানা খালেদ সানোয়ার, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ ফারুক খাঁন, শ্রীমঙ্গল উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা আছাদ উল্লাহ, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সাবেক সভাপতি ক্বারী আখলিছুর রহমান, “নিঃস্বার্থে মানবসেবা” গ্রুপের পক্ষ থেকে বিশিষ্ট সমাজকর্মী মোঃ নিজাম খাঁন, শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুজাহিদ আহমদ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মোঃ আবু মুছা, তরুণ সমাজকর্মী মোঃ তৈয়ব আলী-সহ প্রমুখ।
এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড। মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক ফাউন্ডেশন) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন বাচ্চু,
ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সম্মানিত উপদেষ্টা আজিজুর রহমান ফটিক, সিনিয়র সহ-সভাপতি, দৈনিক জনসংগ্রাম পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সাংবাদিক আব্দুল মজিদ, বিশিষ্ট সমাজকর্মী নূরে আলম, শ্রীমঙ্গল উপজেলা জাকেরপার্টি সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ তাহের মিয়া, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার নেতৃবৃন্দ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিশেষে সংগঠন সভাপতি মাওলানা এম এ রহীম নোমানী’র সমাপনী বক্তব্য ও শায়খ মাওলানা ফজলুর রহমান সাহেবের দোয়ার মাধ্যমে মানববন্ধনে প্রোগ্রাম সমাপ্ত হয়।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments