জয়নাল আবেদীন : সাইন্টিফিক সেমিনার, আলোচনা সভা, র্যাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা এবং সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে রংপুরে আধুনিক দন্ত চিকিৎসা কেন্দ্র রিসেন্ট ডেন্টিস্ট্রি ২৫বছর পূর্তি উদযাপন করলো ।
শুক্রবার সন্ধ্যায় আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে দন্তবিষয়ক ৭টি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন চিফ কনসালটেন্ট প্রফেসর ডা: মো: মেফতাউল ইসলাম মিলন, ডা: ফেরদৌসী বেগম অর্থোডোন্টিস্ট ডা: মো: আব্দুর রহমান সাকু, ওরাল এ ম্যাক্সি লোফেসিয়াল সার্জন ডা: মো: গোলাম রব্বানী সিনিয়র কনসালটেন্ট ডা: মাহবুবা আখতারী সহ রিসেন্ট ডেন্টিস্ট্রির বিশেষঞ্জ চিকিৎসকগণ।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক । আলোচনায় অংশ নেন জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসান, বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক মনোয়ারা বেগম, বিশিষ্ট চিকিৎসক ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব ডা: মফিজুল ইসলাম মান্টু, বিশিষ্ট ব্যাংকার গোলাম রাব্বানী জুয়েল ,কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিক্ষক নেতা আব্দুল ওয়াহেদ, সাবেক সেনা কর্মকর্তা আশরাফ হোসেন রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রীর পরিচালক মঞ্জুর এলাহী বিপ্লব, । এদিকে অনুষ্ঠান চলাকালে র্যাফেল ড্র এবং ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতার শিল্পী সেকেন্দার আলী বিখ্যাত শিল্পী আব্দুল আলীমের পরপর ৩টি গান পরিবেশন করেন । অনুষ্ঠানে নগরীর বিভিন্ন স্তরের প্রায় ৩শ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন ।