ভূঞাপুর প্রতিনিধি: বিএনপি’র মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা যাওয়ার পথে টাঙ্গাইলের ভূঞাপুরের ৪ বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তবে, পুলিশের দাবি- তাদের বিরুদ্ধে পূর্বে নাশকতার মামলা ছিল। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান ওরফে মফিজ, ভূঞাপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, গাবসারা ইউনিয়ন বিএনপি’র ৮নং ওয়ার্ড সভাপতি শফি উদ্দিন ও অলোয়া ইউনিয়ন বিএনপি’র ৬নং ওয়ার্ড সভাপতি ফরহাদুল ইসলাম জান খাঁ।
উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দ্যোশে ভোরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল শতশত নেতাকর্মী। হঠাৎ পুলিশ এসে ওই ৪ নেতাকে গ্রেফতার করে। বাকিরা দ্রুত ট্রেনে ওঠায় গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, ঢাকায় বিএনপির মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে পুলিশ গণহারে গ্রেফতার অভিযান ও হয়রানি করছে। ইতোমধ্যে যে ৪ নেতাকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ধসঢ়; সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ওই ৪ জনের বিরুদ্ধে পূর্বে নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে ভোরে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এবং টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।