ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার আটঘোরিয়ায় বিএনপির ডাকা হরতাল, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের নেতারা। এসময় পুলিশ হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর পাবনা জেলা আওয়ামী লীগের নেতা ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রীর পুত্র সাকিবুর রহমান কনক শরীফের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এসময় কনক শরীফ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি এবং দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এবং বিএনপি’র দেওয়া হরতালকে প্রতিহত করতে সকল নেতা-কর্মীকে মাঠে থাকার আহব্বান জানান।