ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
শুক্রবার ৩রা নভেম্বর জাতীয় চার নেতার মৃত্যুবার্ষিকীতে সকালে আওয়ামী লীগের কার্যালয়ে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। সঞ্চালনা করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান প্রমূখ।