শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
Homeসারাবাংলাশাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবস পালিত 

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জেলহত্যা দিবস পালিত 

বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৩রা নভেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নানা কর্মসূচি পালন করে। এদিন সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন। দুপুরে জেলহত্যা দিবস উপলক্ষে ওয়েবিনারে  আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম।
 প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম বলেন, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর জেলখানার ভিতরে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এই দিনটি আমাদের ইতিহাসের এক কলঙ্কময় দিন। মুক্তিযুদ্ধের চেতনাকে যারা দেশ থেকে মুছে দিতে চেয়েছিল, জাতির পিতাকে সপরিবারে   হত্যা  যারা ক্ষমতা করায়ত্ত করেছিল, তারাই জেলহত্যার এই জঘন্য অপরাধের আসামি।
আমাদের জাতীয়  চার নেতা, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামারুজ্জামান এঁরা সকলেই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী নেতা। তাঁরা জাতির পিতার বিশ্বস্ত সহচর, তাঁরা বঙ্গবন্ধুর সাথে, আওয়ামী লীগের সাথে বিশ্বাসঘাতকতা করেননি বলেই এভাবে তাঁদের প্রাণ দিতে হয়েছে। তিনি বলেন  জাতীয় চার নেতার রক্তের ঋণ শোধ করতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে নির্বাচিত করাই হোক জেলহত্যা দিবসের শপথ।
ওয়েবিনারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো: ফখরুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর ৩ নভেম্বর আরও এক কলঙ্কিত দিন। জেলখানার মতো নিরাপদ স্থানে জাতীয় নেতাদের হত্যা ইতিহাসের নজিরবিহীন ও মর্মান্তিক ঘটনা। নেতার প্রতি, আদর্শের প্রতি এমন আনুগত্যের নিদর্শন রেখে তাঁরা আমাদের জন্য  শিক্ষা ও অনুপ্রেরণার বার্তা দিয়ে গেছেন। তিনি আরও বলেন,  মুক্তিযুদ্ধের চেতনায় দেশগড়ার সংগ্রামে নিজেদের সর্বান্তকরণে নিয়োজিত করার মাধ্যমে নেতাদের রক্তের ঋণ শোধ করতে আমাদের  সচেষ্ট হতে হবে।
ওয়েবিনারে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকগণ, এবং  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে।
আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments