জয়নাল আবেদীনঃ “বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালি এবং সম্বৃদ্ধ আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভাগীয় নগরী রংপুরে জাতীয় সংবিধান দিবস উদযাপিত হয়েছে ।
সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয় । র্যালিটি নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো জেলা প্রশাসক চত্তরে ফিরে আসে ।
এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কশিমনার মো: হাবিবুর রহমান । সুচনা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ডব্লিউ এম রায়হান শাহ, বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: ফেরদৌস আলী চৌধুরী সড়ক ও জনপথ বিভাগের নির্বার্হী প্রকৌশলী সাজেদুল ইসলাম, পিপি আব্দুল মালেক, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডা: দেলোয়ার হোসেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোজী রহমান।
বক্তারা বলেন সংবিধান রাষ্ট্রের সর্ব্বোচ্য আইন । বাংলাদেশের সংবিধান এদেশের জনগনের মুক্তির দলিল । জাতীয় সংবিধান দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। জাতীয় সংবিধান দিবসে সকল বক্তাই পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনতার মুক্তির জন্য বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন ।সংবিধান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি লিখিত আবার কোন কোন দেশের ক্ষেত্রে অলিখিত দলিল। বক্তারা পাঠ্য পুস্তকে সংবিধানের বিভিন্ন পাট অর্ন্তরভুক্ত করারজন্য সরকারের কাছে দাবি জানান ।