ঈশ্বরদী (প্রতিনিধিঃ ঈশ্বরদী রেলগেটে গত রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মূর্হুমূহ বোমা বিস্ফোরণ, ট্রাক ভাংচুর ও রেললাইনে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। ১৫(৩)/২৫ডি দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪; ৫২/১৮৬/৪২৭ দি পেনাল কোড,১৮৬০ এবং৪/৫ দি এক্সপ্লোসিভ সাবসট্যান্স এ্যাক্ট, ১৯০৮ ধারায় মামলাটি দায়ের করেন ঈশ্বরদী থানার সাব-ইন্সপেক্টর সুব্রত কুমার। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারভূক্ত আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।
মামলায় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসানকে (৩৫) এক নম্বর এবং ঈশ্বরদী পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েলকে (৪৫) দুই নম্বর আসামী করা হয়েছে। মামলায় অন্যান্য আসামীদের মধ্যে রয়েছেন যথাক্রমে শৈলপাড়ার রুবেল (২৫), পশ্চিম স্কুলপাড়ার রিপন ওরফে চায়না রিপন (৩৫), শৈলপাড়ার শাহিন (৪৬), শৈলপাড়ার মামুন হোসেন (৩০), উত্তর পিয়ারাখালির রাশেদুল ইসলাম (৪৫) এবং স্কুলপাড়া মুচিপাড়া এলাকার মিলন রবিদাস ওরফে মুচি মিলন (২৭)।
প্রসংগত: বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় ধাপের অবরোধের প্রথম দিনে রবিবার ব্যস্ততম ঈশ্বরদী রেলগেট এলাকায় মূর্হুমূহু বোমা বিস্ফোরণে প্রকম্পিত হয়েছে ঈশ্বরদী জনপদ। অবরোধের সমর্থনে বিএনপির ২০-২৫ জন যুবক রেলগেটে এসে পরপর ছয়টি ককটেল নিক্ষেপ করে। এরপর রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে শ্লোগান দেয়। এসময় রেলগেটের নিকট একটি ট্রাকে হামলা চালিয়ে সামনের গ্লাস ভাংচুর করে। বিকট শব্দে পর পর ককটেল বিস্ফোরিত হলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। মুহূর্তেই রেলগেট থেকে শুরু করে বাজার এবং শহরের প্রধান প্রধান সড়কের সকল দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রাণভয়ে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে।