মুহ. মিজানুর রহমান বাদলঃ দ্বিতীয় দফায় সারা দেশে বিএনপি‘র ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিনে মানিকগঞ্জের সিংগাইরে চলছে একেবারে ঢিলে ঢালে।
হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। যাত্রী হয়রানির কোন সুযোগ নেই। কোথাও বিএনপির কোন ধরনের পিকেটিং কিংবা কোন কর্মীকে দেখা যায়নি। সোমবার(৬ নভেম্বর) অবরোধের দ্বিতীয় দিনে এ উপজেলায় তার কোনো প্রভাব পড়েনি। যানবাহন চলাচল থেকে শুরু করে সব কিছু ছিল স্বাভাবিক। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাজধানীর সন্নিকটে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ট্রাক, বাস, সিএনজি, হ্যালোবাইক সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে।
আইনশৃংখলা বাহিনীর সদস্যরা থানা পুলিশ রয়েছেন বিশেষ সতর্ক অবস্থানে। রাজধানীর প্রবেশ পথ ধল্লা ভাষা শহিদ রফিক সেতুর পশ্চিম পাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন ছিল।
সরেজমিনে বিকাল ৩ টার দিকে পুলিশ চেক পোষ্টে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। সন্দেহজনক যানবাহনে তলাশী অভিযান চালানো হচ্ছে।
এ প্রসঙ্গে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধে এ উপজেলা সবকিছু চলছে স্বাভাবিকভাবে। তাছাড়া কোন প্রকার অপ্রীকির ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ বিশেষ সতর্ক অবস্থায় রয়েছেন। এর আগে সকাল ১১ টার দিকে সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুর রহমানের নেতৃত্বে প্রধান সড়কে অবরোধ বিরোধী মোটর সাইকেল শোডাউন
দেয়া হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলামের নেতৃত্বে সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকায় অবরোধ বিরোধী মিছিল বের করেন।এতে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।