সুমন গাজী: গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার( ২১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় স্টেশন সদর দপ্তর রাজেন্দ্রপুর এর তত্ত্বাবধানে রাজেন্দ্রপুর সেনানিবাসহ বিপসট আন্তর্জাতিক বিল্ডিং সংলগ্ন মাঠে সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ইং উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অভ্যর্থনাকারী হিসেবে বক্তব্য রাখেন, মেজর জেনারেল মো: মাহকসুদুল হক।সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ১২ জন মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা উপহার তুলে দেন ।
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সংরক্ষিত মহিলা আসনের এমপি অধ্যাপিকা রোমান আলী টুসি, জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম,জিএমপি কমিশনার মাহাবুব আলমকে নিয়ে সশস্ত্র বাহিনী দিবসের কেক কাটা হয়। সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রাজেন্দ্রপুর ও গাজীপুর সেনানিবাসের জ্যেষ্ঠ অফিসার কমান্ড্যান্ট, বিওএফ আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান শেষে জেলার সম্মানিত মুক্তিযোদ্ধাগণকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরিশেষে তিনি এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।