জয়নাল আবেদীন ঃ হরতাল অবরোধে সড়কে বাস চলাচল বন্ধ থাকায় আর্থিক সংকটে থাকা ১শ৫০ শ্রমিকের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বুধবার সকালে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত মেডিকেল মোড় বাস স্ট্যান্ড উপ কমিটির আয়োজনে মেডিকেল মোড়ে চত্বরে পরিবহনের চালক, হেলপার ও শ্রমিকের মাঝে এই চাল বিতরণ করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ।শ্রমিকদেও মাঝে চাল বিতরণ অনুষ্ঠানে এম এ মজিদ বলেন, হরতাল অবরোধের কারনে যানবাহন চলাচল বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক মানবেতর জীবন যাপন করছে।
হরতাল-অবরোধে অঘোষিতভাবে পরিবহন শ্রমিকদের বেতন বন্ধ থাকে। শুধু খোরাকি (খাবার) বাবদ দিনে ১শ টাকা করে দেওয়া হয়। গাড়ি বন্ধ থাকলে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ে। তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে অসহায় পরিবহন শ্রমিকদের পাশে দাড়াবার জন্য রংপুর জেলা প্রশাসক সহ পরিবহন মালিকদের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ আব্দুল আজিজ. রংপুর মেডিকেল মোড় বাস স্ট্যান্ড উপ কমিটির সভাপতি পারভেজ হোসেন পলাশ, সম্পাদক শাহজাহান সিরাজ, সহ সম্পাদক মোহন, মাসুদ, সাংগঠনিক সম্পাদক নুর আলম, সড়ক সম্পাদক রানা মিয়া, মর্ডান মোড় কমিটির সম্পাদক এরশাদ আল মানিক, সাতমাথা কমিটির সভাপতি জাহাঙ্গীর, সিওবাজার কমিটির সম্পাদক সমসের আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।