বিমল কুন্ডুঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১২ জন মনোনয়ন প্রত্যাশী।
এরা হলেন, বর্তমান সংসদ সদস্য ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দলের সাবেক সাধারন সম্পাদক প্রফেসর আজাদ রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, শাহজাদপুর পৌরসভার মেয়র ও দলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির আক্তার খান তরু লোদী, পৌরসভার সাবেক মেয়র হালিমূল হক মিরু, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের বড় মেয়ে ডাঃ ফারজানা রহমান সম্পা, ছোট মেয়ে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য ফেরদৌসী রহমান শান্তা ও আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম । এছাড়া ১৪ দলীয় জোটের শরীক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বিএসডি’র আহবায়ক রেজাউর রশীদ খান শাহজাদপুর আসনে মনোনয়ন চেয়ে দলীয় ফরম জমা দিয়েছেন।
২২ নভেম্বর বুধবার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র মতে, গত ৩ দিনে দলের ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী ১২ জন প্রার্থী বিধিমোতাবেক দলীয় মনোনয়ন ফরম কিনে সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছেন।
এদিকে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনের বর্তমান এমপি ও আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে দৃঢ আশাবাদ ব্যক্ত করে জানান, সাবেক এমপি হাসিবুর রহমান স্বপনের মৃত্যুর পর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই আসনের উপনির্বাচনে আমাকে মনোনয়ন দেন। প্রায় দুই বছর এমপি থাকাবস্থায় তিনি উপজেলা আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগ সহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনকে সুসংগঠিত করেছেন। সল্প সময়ে এলাকার উন্নয়নমূলক কাজের পাশাপাশি তিনি শাহজাদপুরকে চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তাঁর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আগামী নির্বাচনেও তিনি দলীয় মনোনয়ন চেয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মনোনয়ন চেয়ে ১২ জন প্রার্থী ফরম জমা দিলেও আওয়ামীলীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যাকে দলীয় মনোনয়ন দিবেন, আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই কাজ করে নৌকার বিজয়কে সুনিশ্চিত করবো।