রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলাআলু চাষে ব্যস্ত রংপুরের কৃষক, লক্ষ্যমাত্রা ২৭ লাখ ৩২হাজার ১শ৫৪ মেট্রিক টন

আলু চাষে ব্যস্ত রংপুরের কৃষক, লক্ষ্যমাত্রা ২৭ লাখ ৩২হাজার ১শ৫৪ মেট্রিক টন

জয়নাল আবেদীনঃ রংপুর বিভাগের ৮ জেলায় ৯৮দশমিক ৫১০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে সরকার আর আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ২৭ লাখ ৩২হাজার ১শ৫৪ মেট্রিক টন । এর মধ্যে রংপুর জেলায় ৫৩দশমিক১৮৪ হেক্টর জমিতে ১৬লাখ১১হাজার৩শ৫৪ মেট্রিত টন আলু চাষ করতে হবে ২০২৩-২৪ অর্থবছরে।

সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে কৃষকসহ কৃষি বিভাগ। রংপুর জেলার মিঠাপুকুর, বদরগঞ্জ- তারাগঞ্জ, রংপুর সদর, পীরগঞ্জ, গঙ্গাচড়া, পীরগাছা-কাউনিয়ায় আগার আলু রোপণে ধুম পড়েছে। পূর্বের বছরের চেয়ে গত বছর আলু বিক্রি করে বেশি লাভ ও বর্তমানে আলুর দাম বেশী থাকার কারণে এবার কৃষকরা আলু চাষে ঝুঁকে পড়েছেন বেশী। বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, যেসব এলাকায় আগাম জাতের আমন ধান লাগানো হয়েছিল। আগাম ধান কাটার পর হতে চলছে আলু লাগানোর কাজ, আবার কেউ আলু লাগানো শেষও করে ফেলেছে।

আলুর মধ্যে সাদা, গ্রানুল্লা, কুপরী, শিলবিলাতি, কার্ডিনালসহ দেশি ও উন্নত জাতের বিভিন্ন আলু লাগানোর প্রস্তুতি নিচ্ছে। আলু লাগানোর জন্য কৃষকগণ জমি তৈরিসহ সার প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন।

কৃষক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আগাম আমন ধান উঠানো শেষে অতিরিক্ত লাভের জন্য আলু চাষ করছেন কৃষক। আবার আগে আলু তোলার আশায় কিছু কৃষক আলু রোপন শেষ করেছে। তবে অধিকাংশ কৃষকগণ জমি চাষ ইতি মধ্যেই শেষ করেছে। আবার অনেকেই আলুর বীজ বপন করছে। জমি তৈরিতে কৃষকগণ ১ শতক জমি তৈরিতে পচাঁ গোবর অথবা কম্পোষ্ট ৩০-৪০ কেজি টিএসপি ৪৮০-৬১০ গ্রাম, এমওপি ৮০০-১০০০ গ্রাম, জিপসার ৪০০-৪৫০ গ্রাম, দস্তা ৩০-৪০ গ্রাম, বোরণ ৩০-৪০ গ্রাম ১ কেজি দিয়ে জমি প্রস্তুত করছেন। অনেকেই আবার জমি প্রস্তুতের কাজ শেষও করেছেন, আলুর বীজ বোপনের ৭-১০ দিনের মধ্যে ইউরিয়া প্রয়োগ করা হবে অর্থাৎ সার প্রয়োগের ২য় ধাপে।মিঠাপুকুরের রানিপুকুর এলাকার কৃষক রোকনুজ্জামান বলেন, আমি ১০ বিঘা জমিতে আলুর আবাদ করবো। জমি প্রস্তুত করেছি আমার জমিতে আলুর আবাদ ভালো হয়। দ্রুত আলু লাগাচ্ছি যাতে আগে তুলতে পারি এতে করে লাভ ভালো হবে।

আলুচাষি রবিউল ইসলাম বলেন, আমি ২০ বিঘা জমিতে আলু লাগাচ্ছি যার আলু যত আগে উঠবে সেই কৃষক তত ভালো দাম পাবেন। তাই দুই টাকা বেশী লাভের আশায় আগাম জাতের আলু রোপন করছি। একইভাবে আসাদুজ্জামান ৫ বিঘা, পলাশ ২০ বিঘা, সুজন ৪ বিঘা, আরিফুল ২২ বিঘা জমিতে আলুর আবাদ করবে বলে জানিয়ে তারা বলেন, আমরা আগাম আলু পাওয়ার আশায় আগাম আলুর বীজ বোপন করছি যাতে লাভ বেশী হয়। গত বছরে আলুতে ভালো লাভ করেছি ইনশাল্লাহ এবারো তাই হবে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, রংপুর বিভাগে ২০২৩-২৪ অর্থবছরে ৯৮,৫১০ হেক্টর জমিতে ২৭,৩২,১৫৪ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ।

যার মধ্যে রংপুরে ৫৩,১৮৪ হেক্টর জমিতে ১৬,১১,৩৫৪ মেঃটন, গাইবান্ধায় ১০,৩১৮ হেক্টর জমিতে ২৬,৮,২৬৮ মেঃটন, কুড়িগ্রামে ৭,০০০ হেক্টর জমিতে ১৭,৮,৫০০ মেঃটন, লালমনিরহাটে ৬৩০০ হেক্টর জমিতে ১,৬৩,৮০০ মেঃটন ও নীলফামারীতে ২১,৭১২ হেক্টর জমিতে ৫,১০,২৩২ মেঃটন আলুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত অর্থ বছরের চেয়ে ৪% বেশী। গত ২০২২-২৩ অর্থবছরে ছিলো ২৩.৪৮ শতাংশ যা বাড়িয়ে এবার ২৭.৭৪ শতাংশ করা হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষিবীদ আফতাব হোসেন বলেন, রংপুর বিভাগে ২০২৩-২৪ অর্থবছরে ৯৮,৫১০ হেক্টর জমিতে ২৭,৩২,১৫৪ মেট্রিকটন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এবার আলু চাষের লক্ষ্যমাত্রার চেয়ে বেশী আলু চাষ হবে বলে আমরা আশা করছি। কেনো না আলুর দাম বেশী থাকার কারণে লাভ বেশী হবে তাই কৃষকদের মাঝে চাহিদা বেড়েছে।

মৌসুমের শুরুতে নতুন আলু আসা মানে লাভ বেশি তাই অধিকাংশ কৃষক আগাম আমন করে আলু চাষে ঝুঁকছেন। মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ প্রদানের জন্য আমাদের কৃষি অফিসারসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ প্রস্তুত আছেন। কখন সার দিতে হবে, সেচ দিতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে সে ব্যাপারে তারা তৎপর রয়েছে।বীজ প্রসঙ্গে অতিরিক্ত পরিচালক বলেন, আমাদের এবারে ভালো মানের বীজ এসেছে যেগুলোতে ফলন অনেক বেশী, বিএডিসিতে ভালো মানের বীজ পাওয়া যাচ্ছে। বাজারেও ভালো মানের আলুর বীজ উঠেছে। তবে আগের তুলনায় দাম একটু বেশী। আমরা বিএডিসির বীজটাই ব্যবহার করবো। ন্যায মূল্যে বীজ দিচ্ছে বিএডিসি এবং ফলনও বেশী।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments