জয়নাল আবেদীনঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর সদও ৩ আসনে স্থানীয় আওয়ামীলীগের নেতা তুষার কান্তি মন্ডলকে নৌকার মাঝি মনোনিত করায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকালে নগরীর ডিসির মোড়ে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন শেষে মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেমের নেতৃত্বে দলের নেতাকর্মীদের নিয়ে রংপুর আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে নিজ মনোনয়ন পত্র জমা দেন রংপুর সদর ৩ আসনের মনোনিত প্রার্থী তুষার কান্তি মন্ডল।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, রংপুরের মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিবেন। রংপুরের মানুষ আগের মতো যেখানে সেখানে ভোট দিবেন না বলেও জানান রংপুর ৩ আসনের নৌকার মাঝি তুষার কান্তি মন্ডল । এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদও উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি ,মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কায়সার রাশেদ খান শরীফ, নওসাদ রশিদ, সফিকুল ইসলাম, রাহেল, সাওন, নাজমুল করিম ডলার, রফিকুল আলম , রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে কয়েক হাজার নেতা কর্মী সমর্থক মোটর সাইকেল পিকআপ মিনি ট্রাকে করে সৈয়দপুর বিমান বন্দর থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ব্যাপক শো ডাউন করে রংপুরে নিয়ে আসেন ।