জয়নাল আবেদীনঃ অবশেষে রংপুর ৫ মিঠাপুকুর আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের মনোনয়ন সোমবার বিকেলে বাতিল ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান । এর আগে রোববার যাচাই বাছাইকালে ২০০০ সালের একটি মামলার তথ্য গোপন রাখায় তার মনোনয়ন স্থগিত করে রাখেন এবং সোমবার সিদ্ধান্ত দেয়ার কথা বরেছেন রির্টানিং কর্মকর্তা ।
এদিকে যে অভিযোগে জাকির হোসেন সরকারের মনোয়নয়ন স্থগীত করে রেখেছিলেন সেই মামলার পুরো নথি জাকির হোসেন উত্তোলন করে রির্টানিং কর্মকর্তার নিকট দাখিল করেন । এতে তিনি বলেন যে মামলার অভিযোগ এনে তাঁর মনোনয়ন স্থগীত রাখা হয়েছে সেই মামলা সম্বন্ধে তিনি কিছুই জানেন না । তাছাড়া মামলায় তার নাম বাবার নাম ঠিকানা দেখানো হয়েছে তা সবই ভুল । নিজের নাম ঠিক নেই বাবার নাম ঠিক নেই শুধু তাই নয় তৎকালীন সময়ে মামলাটির ফাইনাল রিপোর্ট আদালতে জমা দিয়েছিলো পুলিশ । বিজ্ঞ বিচারক মামলাটির বিচার কাজ শেষ করেছেন ।
তিনি আরো বলেন ওই মামলা সম্বন্ধে কিছুই জানিনা কোন দিন আদালতে যাইনি আমার নামে কোন সমন কিম্বা গ্রেফতারী পরোয়ানা জারি হয়নি অথচ আমাকে পরিকল্পিতভাবে আমার মনোনয়ন বাতিল করে দেয়া হলো ।
সন্ধ্যায় সাংবাদিকদের জানান তিনি বাতিলের বিরুদ্ধে আপীল করবেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে রংপুর ৫ মিঠাপুকুর আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন ।
উল্লেখ্য জাকির হোসেন সরকার দীর্ঘ ৩৫ বছর থেকে মিঠাপুকুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্বপালন করে আসছেন এবং ৩ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । সংসদ নির্বাচনের কারনে তিনি পদত্যাগ করে জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ।