মোঃ জালাল উদ্দিনঃ ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ইং, সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামিলীগের সহ- সভাপতি আজমল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। এ সময় আলোচনা সভায় সাংবাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তারা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন প্রমুখ।
অন্যদিকে, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বিশ্ব মানবাধিকার দিবসে বিশ্ব শান্তি কামনায় প্রতিবাদ ও মানববন্ধন পালিত হয়েছে।
রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ইং, সকাল ১১টার সময় শ্রীমঙ্গল চৌমহুনায় চত্বরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন উদ্যোগে সারা বিশ্বে মানবাধিকার লঙ্গনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফারুক খাঁন’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় এসময় বক্তব্য রাখেন, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গল এর সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী, সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখা সভাপতি বাদল দোষাদ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতির মোঃ আক্তার হোসেন-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে আসুক ফাউন্ডেশন (আইন সহায়তা), বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা, কমিটির অভিষেক ও বাংলাদেশ স্মার্ট ওমেন্স এসোসিয়েশন আয়োজনে বিকালে পৃথক পৃথক কর্মসূচীর আয়োজন করা হয়েছে।