পীরগাছা প্রতিনিধি: রংপুরের পীরগাছায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল এর পথ সভা অনুষ্ঠিত হয়।
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল পথসভা অনুষ্ঠানে তার বক্তব্যে বলেছেন, বিদেশিদের চাপে সরকার এখন নিজের অস্তিত্ব নিয়ে শঙ্কায় আছে। ভবিষ্যতে তারা বাংলাদেশে থাকতে পারবে কি পারবে না। সরকার গঠন করতে পারবে কি পারবে না। তা নিয়ে শঙ্কিত! কারণ বিদেশিরা চাচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হউক। বাংলাদেশের ১৮ কোটি মানুষ চাচ্ছে একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন।
মঙ্গলবার রাত ৯টায় উপজেলার ছাওলা ইউনিয়নের ব্রাহ্মণীকুন্ডা বাজারে নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ভোটের অধিকার প্রয়োগ করতে এবং লাঙ্গল মার্কাকে বিজয়ী করতে আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে জয়ের মাধ্যমে আমরা আমাদের এলাকার মানুষকে একটি আলোর পথ দেখাতে চাই। আমি আপনাদের পাশে থাকতে চাই।
পথসভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, কেন্দ্রীয় যুবসংহতির সদস্য জিল্লুর রহমান, ছাওলা ইউনিয়ন সাধারণ সম্পাদক শামছুজ্জোহা চঞ্চল, অন্নদানগর ইউনিয়ন সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেহেনা বেগম হেনা, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।