মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশার ঘনত্ব কিছুটা কমলেও তীব্র শীতের সঙ্গে বইছে হিমেল বাতাস। আজ সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন ১২.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস।
এসময় বাতাসে জলীয় বাষ্পের পরিমান ছিলো ৯৩ শতাংশ। এতে স্থবিরতা নেমে এসেছে জনজীবনে। হাড় কাপানো শীতে সবচেয়ে দুর্ভোগে রয়েছে চরাঞ্চল ও উপকূলের বসবাসকারীরা। চরম ভোগান্তিতে পড়েছে দিনমজুর ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
অনেকেই খড়কুটো জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। উপজেলার হাসপাতালগুলো বেড়েছে শীত জনিত শিশু রোগীর সংখ্যা।