সোমবার, মে ১৩, ২০২৪
Homeসারাবাংলারেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে স্মার্ট ফোন বিতরণ

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে স্মার্ট ফোন বিতরণ

মাসুদ রানা রাব্বানীঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে পাইলট প্রোগ্রামেটিক পাটনারশীপ এর আওতায় ১০০জন কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্মার্ট ফোন প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমিউনিটি স্বেচ্ছাসেবককে স্মার্ট ফোন বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দুর্যোগ, সংকট ও জরুরী মুহুর্তে প্রশিক্ষিত দক্ষ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আক্রান্ত জনগোষ্ঠীর পাশে সব সময় দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে সাহসিকতার সঙ্গে প্রশংসনীয় কাজ করেছে তারা। রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনাল্ট মানবতার কল্যানের এটি প্রতিষ্ঠিত করেন, যা আজ সারাবিশ্বে  মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। রাজশাহী সিটিতে রেড ক্রিসেন্টের কার্যক্রম আরও গতিশীল স্বেচ্ছাসেবকদের স্মার্ট ফোন প্রদান করা হচ্ছে।

রাসিক মেয়র আরো বলেন, রাজশাহীর চরমভাবাপন্ন আবহাওয়ার মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। শীতে তীব্র শীত, গ্রীষ্মকালে তীব্র গরম, পানির স্তর নেমে যাওয়া, দ্রুত নগরায়ণে হাইরাইজড বিল্ডিং নির্মাণ সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে সরকারের পাশাপাশি রেড ক্রিসেন্টকে ভূমিকা রাখতে হবে। রাজশাহীতে রেডক্রিসেন্টের নিজস্ব বিল্ডিং নির্মাণ করা হবে। যার মাধ্যমে আগামীতে ব্লাড ব্যাংকসহ রেডক্রিসেন্টের কার্যক্রম আরও জোরদার হবে।

স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন তোমাদের পাশে আছে থাকবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা সালাহ উদ্দিন আল ওয়াদুদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মতিন।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার প্রফেসর ড. চৌধুরী সারোয়ার জাহান। প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন জার্মান রেড ক্রিসেন্টের প্রোগ্রাম অফিসার সাজিদ হোসেন ও ডেনিস রেডক্রসের প্রজেক্ট হেলথ ম্যানেজার আরিফা হাসনাত আলী। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি, সিটি ইউনিটের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, প্রফেসর ফরিদা সুলতানা, রাজশাহী শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. মকবুল হোসেন, কবি আরিফুল হক কুমার, ডাঃ এফএমএ জাহিদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম বাবু, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান বাচ্চু, প্রকল্পের ইউনিট অফিসার মীর্জা আহসান, ফিল্ড অফিসার ডাঃ শাহনেয়াজ রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments