শনিবার, মে ১৮, ২০২৪
Homeসারাবাংলামানিকগঞ্জ সদরে ৬টি ইটের ভাটা গুঁড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট, ৩২ লাখ টাকা জরিমানা...

মানিকগঞ্জ সদরে ৬টি ইটের ভাটা গুঁড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট, ৩২ লাখ টাকা জরিমানা আদায়

মোঃ বজলুর রহমান: মানিকগঞ্জসহ পুরো বাংলাদেশের পরিবেশকে দূষণমুক্ত রাখতে ১০০ দিনের কর্মসূচি হিসেবে মাঠে নেমেছেন সরকারি কর্মকর্তা বৃন্দ । এরই ধারাবাহিকতায় ৩০ শে জানুয়ারি মানিকগঞ্জ সদর উপজেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ছয়টি ইটের ভাটাকে গুড়িয়ে দিলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ ।

তথ্য নিয়ে জানা যায়, ছয়টি অভিযানে ইটের ভাটা থেকে জরিমানা স্বরুপ নগদ অর্থ আদায় করা হয়েছে মোট ৩২ লক্ষ টাকা । যথাক্রমে ১। আলী ব্রিক্স, আউটপাড়া, সদর- ৫ লক্ষ টাকা।

২। এস এম এস ব্রিক্স, হিজলাইন, সদর- ৫ লক্ষ টাকা।
৩। এমিকা ব্রিক্স, লেমুবাড়ী, সদর- ৫ লক্ষ টাকা।
৪। একতা ব্রিক্স, হাসলী, লেমুবাড়ী, সদর- ৫ লক্ষ টাকা।
৫। এ এ সি, পূর্ব হাসলী, লেমুবাড়ী- ৬ লক্ষ টাকা।
৬। আলমনগর ব্রিক্স, সদর, লেমুবাড়ী- ৬ লক্ষ টাকা।

অভিযান পরিচালনা করেন মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড: মো: ইউসুফ আলী । এবং সিনিয়র কেমিস্ট এ.কে.এম. ছামিউল আলম কুরসি এবং পরিদর্শক মো: আব্দুর রাজ্জাক । পরিদর্শক মোঃ শামসুর রহমান

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট : কাজী তামজীদ আহমেদ, সিনিয়র সহকারী সচিব, পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর।
অভিযান শেষে মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোঃ ইউসুফ আলী বলেন, ” পরিবেশকে দূষণ মুক্ত রাখতে মাঠে নেমেছি । সরকারি নির্দেশ অমান্য করে যারা পরিবেশ দূষণ করছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে । ছাড় পাবে না, কোন অবৈধ ইটের ভাটা সহ অবৈধ প্রতিষ্ঠান ।”

সিনিয়র কেমিস্ট এ কে এম সামিউল আলম কুরসি বলেন, ” আমাদের অভিযান চলছে এবং চলতেই থাকবে । ওই সকল প্রতিষ্ঠানকে আমরা খুঁজে বের করছি যারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিবেশ দূষণে লিপ্ত হচ্ছে । আশা করছি অল্পদিনেই মানিকগঞ্জ সদরকে অবৈধ প্রতিষ্ঠান থেকে মুক্ত রাখবে ।”

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments