মিজানুর রহমান বুলেট: মহিপুরে পুকুরে ডুবে হুমায়রা নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহিপুর সদর ইউপির মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হুমায়রা বালীয়াতলী ইউনিয়নের মো. হাসানের মেয়ে। স্বজনদের ধারণা, পুকুর ধারে খেলার ছলে পানিতে ডুবে যায় শিশুটি। স্থানীয়রা জানান, বুধবার বাবা মায়ের সাথে মহিপুরের ওই গ্রামে নানা হানিফ সরদারের বাড়িতে বেড়াতে আসে শিশুটি।
শুক্রবার দুপুরে আদুরে কন্যাকে ঘরে রেখে পরিবারের সদস্যদের নিয়ে পাশ্ববর্তী মরিচ খেতের পরিচর্যায় ব্যস্ত হয়ে পরেন মা হাফিজা। খেত থেকে ঘরে ফিরে হুমায়রাকে দেখতে না পেয়ে অনেক খুঁজে পাশের বাড়ির ইব্রাহিম আকনের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মহিপুর থানার ওসি মো. আনোয়ার তালুকদার জানান, বিয়ষটি কেউ আমাদের অবহিত করেনি। তবে খোঁজ নিয়ে দ্যাখা হবে।