জয়নাল আবেদীন: ‘স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার’এই শ্লোগানকে সামনে রেখে এবং “শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরে উন্নতি” বাক্যটিকে মনে ধারণ করে রংপুরে উদ্বোধন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বেলা ১২টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। পরে বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে ঊক্তব্য রাখেন রংপুর জিলা পরিষদ প্রধান নিবার্হী কর্মকতার্ আমিনুর রহমান , স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক শাহানাজ বেগম সহ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা ও প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিগণ। আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্থানীয় সরকারকে বলিষ্ঠ ভুমিকা পলান করতে হবে এবং জনগণের সেবার অধিকার নিশ্চিত করতে হবে।