কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই নিহত হয়েছে। পুলিশের ধারণা, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন,জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া তেঁতুলতলা এলাকার আবুল কাশেমের ছেলে ছৈয়দ করিম (৪৬)।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম হোসেন মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ছৈয়দ করিমকে তেঁতুলতলা নামক স্থানে চাচাতো ভাই ছালামত উল্লাহ ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার পর ছালামত উল্লাহ পালিয়ে গেছে। তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে আটকের পর হত্যার আসল কারণ জানা যাবে।