শনিবার, মে ১১, ২০২৪
Homeসারাবাংলামানিকগঞ্জের চাঞ্চল্যকর কুদ্দুস হত্যা মামলার ৯ আসামী গ্রেফতার

মানিকগঞ্জের চাঞ্চল্যকর কুদ্দুস হত্যা মামলার ৯ আসামী গ্রেফতার

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের আলোচিত চাঞ্চল্যকর কুদ্দুস হত্যা মামলার ৯ আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। নিহত কুদ্দুস উপজেলার চান্দহর ইউনিয়নের আটিপাড়া গ্রামের মৃত মিনাজ উদ্দিনের ছেলে সে পেশায় একজন বাঁশ ব্যবসায়ী।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোর ৪টায় ঢাকার সবুজবাগ ও হাজারীবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ জন এবং ২০ ফেব্রুয়ারি ২ জনসহ মোট ৯ আসামিকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জানান।

গ্রেফতারকৃত আসামি হলেন,উপজেলার আটিপাড়া গ্রামের হযরত আলীর ছেলে কালাম (৪৫), ইউপি সদস্য গফুর (৪১), হাকিম আলীর ছেলে মিলন (৩২), কালামের ছেলে জুবায়ের (২২), সিরাজপুর গ্রামের শামসুল হকের ছেলে মোকলেছ (৩৮), ওমেদ আলীর ছেলে আবুল হোসেন (৪৮), আবুল হোসেনের ছেলে আওয়াল (২৩)।
এরআগে গত ২০ ফেব্রুয়ারি আসামি আ’লীগনেতা মঞ্জুরুল হক মঞ্জু (৩৮) ও বখতিয়ার হোসেনকে (৫১) গ্রেফতার করা হয়।

জানাগেছে, গত ৩ ফেব্রুয়ারি সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। দু’দফা সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। ওইদিন সিরাজপুর হাটের উত্তর পাশে আবু কালামের নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা করেন। এর প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে দ্বিতীয় দফায় আটিপাড়া মসজিদের সামনের পাকা রাস্তায় ব্যবসায়ী কুদ্দুসের উপর আবারও হামলা করে তারা। এ সময় তাদের এলোপাথাড়ি দায়ের কোপে গুরুতর আহত হন কুদ্দুস। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত পৌনে ১০টার দিকে কুদ্দুসের মৃত্যু হয়।

এ ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি সিংগাইর থানায় আবু কালামকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক আবুল কালাম বলেন, এ ঘটনায় জড়িত পলাতক আসামীদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments