শনিবার, মে ১১, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

ঈশ্বরদীতে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে জমজম স্পেশালাইজড হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রবিবার ( ১০ মার্চ) বিকেলে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানিয়েছেন।

রবিবার শহরের হাসপাতাল রোডের বেসরকারি ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকের মা ইসরাত জাহান সিন্তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

সিন্তার বাবা ইমারত আলী ও পরিবারের সদস্যরা জানান, একবার নরমাল ডেলিভারি আরেকবার সিজারিয়ান অপারেশন করার কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করেন জমজম স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও চিকিৎসক নাফিসা কবির। তাঁর সিদ্ধান্তহীনতা এবং ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। মৃত সন্তান প্রসবের পর ইসরাত জাহান সিন্তার অবস্থাও খারাপ বলে জানা গেছে। ইমারত আলী আরও জানান, মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে নাফিসা কবিরের তত্ত্বাবধানে ছিল।

স্বজনরা জানান, গর্ভবতী সিন্তাকে পরীক্ষা-নিরীক্ষার পর সন্তান প্রসবের জন্য ডা: নাফিসা দিন ধার্য করেন। তাঁরই পরামর্শে রোগীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা প্রদানে চরম অবহেলা করায় ক্রমে সিন্তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে প্রচুর রক্তক্ষরণ হয়। অবস্থা বেগতিক বুঝতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে অন্য হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন।তাৎক্ষণিকভাবে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রোগীর অবস্থার আরও অবনতি হয়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রোগীর শরীরে ১৮ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। সন্তান মারা যাওয়ার পর এখন মায়ের জীবনও বিপন্ন।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক নাফিসা কবির কোনো অবহেলা করা হয়নি জানিয়ে বলেন, রোগীর শারীরিক অবস্থা দুর্বল হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয় ও নবজাতক মারা যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments