বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাতাহিরপুরের প্রত্যন্ত হাওরাঞ্চলে স্কুল পরিদর্শনে প্রতিমন্ত্রী রুমানা আলী

তাহিরপুরের প্রত্যন্ত হাওরাঞ্চলে স্কুল পরিদর্শনে প্রতিমন্ত্রী রুমানা আলী

আহম্মদ কবির: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার প্রত্যন্ত দুর্গম হাওর এলাকার বিভিন্ন স্কুল পরিদর্শন করেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রুমানা আলী।

সোমবার( ১১মার্চ)তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর পাড়ের আনন্দনগর,উমেদপুর,ও সূর্যেরগাও প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের পূর্বমুহূর্তে তাহিরপুর শুভাগমন উপলক্ষে প্রতিমন্ত্রী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,সুনামগঞ্জ-১আসনে সংসদ এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার।

বিদ্যালয় পরিদর্শন কালে অন্নান্যদের মাঝে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সালমা পারভিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনি, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তাঁরা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক প্রমুখ

মাননীয় সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার বলেন, আমরা হাওর এলাকার মানুষ, এখানকার শিশুরা বর্ষাকালে স্কুলগুলোতে আসা যাওয়া করতে তাদের কষ্ট হয়।একটু বন্যা হলে অধিকাংশ স্কুল পানিতে তলিয়ে যায়।আমার হাওর এলাকায় অধিকাংশ স্থানে নতুন ভবন নির্মাণ করে শিশুদের মানশম্মত শিক্ষার পরিবেশ তৈরি করা দরকার।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেন, হাওর এলাকার শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করনে আমরা হাওর এলাকায় ছুটে এসেছি। হাওরের স্কুলগুলোতে কি সমস্যা আছে তা নির্নয় করে আমরা শিক্ষা ব্যাবস্থাকে কে এগিয়ে নিয়ে যাব।এই এলাকার স্কুলগুলোতে আমাদের বিশেষ নজর থাকবে। হাওরাঞ্চলের শিশুরা বর্ষাকালে স্কুলে আসতে পারেনা আমরা জানি তারপরেও এই সকল সমস্যা কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আমরা কাজ করবো।তিনি আরও বলেন স্কুলে এসে বাচ্চারা কি শিখে গেল অভিভাবকদের তা নজর রাখতে হবে ছেলে মেয়েদের সময়মতো স্কুলে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments