রবিবার, মে ৫, ২০২৪
Homeসারাবাংলাঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি, বইছে মাঝারি তাপপ্রবাহ

ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি, বইছে মাঝারি তাপপ্রবাহ

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে বইছে মাঝারি তাপপ্রবাহ। দশ দিন ধরে ২৩ মার্চ হতে ৩০ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ড হচ্ছে। টানা তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে এখানকার জনজীবন। সোমবার (১ এপ্রিল) সকালে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। একারণে সড়কে মানুষের সাথে সাথে যানবাহন চলাচলও কমেছে।

তাপপ্রবাহের কারণে পহেলা বৈশাখ ও পবিত্র ঈদ–উল ফিতরের কেনাকাটায় ছেদ পড়েছে। গরমের তীব্রতায় রোজাদারদের প্রাণ ওষ্ঠাগত। প্রখর রোদে ঘাম ঝড়ানো তাপমাত্রার কারণে শ্রমজীবী মানুষ পড়েছে চরম বিপাকে।
তীব্র গরমে বয়স্ক, শিশুরা পড়েছে সব থেকে বেশি ভোগান্তিতে। গরমের তীব্রতায় পানিশূন্যতায়ও অসুস্থ হচ্ছেন কেউ কেউ। জরুরি কাজ না থাকলে মানুষজন তেমন বাইরে বের হচ্ছেন না।

প্রাণীকূলও গড়মের তীব্রতায় পড়েছে চরম বেকায়দায়। মাঝারী তাপদাহে কাতর মহিষের পাল একটু গাঁ ভেজাতে পুকুরের পানিতে নামতে দেখা যায়।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাজমুল হক রন্জন জানান, ঈশ্বরদীতে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। রবিবার ঈশ্বরদীতে ৩৬ ডিগ্রি তাপমাত্রা থাকলেও একদিনের ব্যবধানে আজ এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি রেকর্ড করা হয়। গত ২৩ মার্চ হতে এখানকার তাপমাত্রা ৩০ ডিগ্রির ওপরে রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments