জয়নাল আবেদীন: জীবাজ¥ জ্বালানি অর্থায়ন বন্ধ করে নবায়ন যোগ্য বিশ্ব গড়ার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্টেপ আপ ফোর টু-মরো সংগঠন। শুক্রবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে জলবায়ু সুবিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে স্টেপ আপ ফোর টু-মরো সংগঠন।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোবাশ্বেরা তাসনিম, সাধারণ সম্পাদক মেজবাহুল হাসান, সদস্য তাসনিম সানু, রিফাত, ফারিহা খাতুন, মারুফ আহমেদ, নাহিদা সুলতানা, সোহাগ কুমার প্রমূখ।কর্মসূচীতে বক্তারা বলেন, গেøাবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচির আওতায় বিশ্বজুড়ে ১৫০টি দেশের তরুণ প্রজন্ম জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্থদের জন্য সুবিচার দাবিতে একটি আন্দোলন গড়ে তুলেছে। এই প্রজন্মের দাবি উন্নত বিশ্বের কার্বন নিঃশ্বরণের ফলে ক্ষতিগ্রস্থ ছোট দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রদান করা হোক।এর আগে একটি র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে অবস্থান কর্মসুচি পালন করে।