বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরনারুয়া গ্রাম সংলগ্ন করতেয়া নদী থেকে মোতালেব হোসেন(৫৫) নামের এক তাঁত শ্রমিকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ । নিহত তাঁত শ্রমিক ও সৌখিন মৎস্য শিকারি মোতালেব হোসেন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া গ্রামের মৃত বুজরত আলীর ছেলে। ১৯ এপ্রিল শুক্রবার দুপুরে ওই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৭ এপ্রিল বুধবার বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁত শ্রমিক মোতালেব হোসেন নিখোঁজ ছিলো। একপর্যায়ে শুক্রবার সকালে চরনারুয়া গ্রাম সংলগ্ন করতেয়া নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে এদিন দুপুরে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করে। এদিকে খবর পেয়ে নিহতের স্বজনরা লাশটি সনাক্ত করেন। পরে লাশটি সিরাজগঞ্জ নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এদিকে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে লাশটি দেখার জন্য চরনারুয়া করতোয়া নদীপাড়ে শত শত উৎসুক মানুষের ভিড় জমে।
এ বিষয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান বলেন, তাঁত শ্রমিক ও সৌখিন মৎস্য শিকারি মোতালেব হোসেন মাছ ধরার উদ্দেশ্যে গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরল নিহতের পরিবার বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় সিরাজগঞ্জ নৌ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।