শনিবার, মে ৪, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে সুশীল সমাজের ভাবের আদান প্রদানের সভা অনুষ্ঠিত

রংপুরে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে সুশীল সমাজের ভাবের আদান প্রদানের সভা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: সুষম উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে রংপুরে নবাগত বিভাগীয় কমিশনারের সাথে সুশীল সমাজের ভাবের আদান প্রদানের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুরের নবাগত বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ।

জেলার সেবক জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে সভায় বক্তারা জানান, রংপুরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন পাশ হয়ে থাকলেও তা আলোর মুখে দেখেনি। রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা দেওয়া হলেও সেটি বাস্তবায়ন হয়নি। রংপুরে ১’শ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল পূর্নাঙ্গ রুপে চালুর উদ্যোগ নেই। জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত দ্রæত সদর হাসপাতাল চালু করা, নগরীর বুক চিরে বয়ে যাওয়া শ্যামাসুন্দরী খাল খনন, কার্যকরি মশক নিধন অভিযান পরিচালনা করা, রংপুর রেলস্টেশনের আধুনিকায়ন, আয়রনমুক্ত পানি সরবরাহের ব্যবস্থা করা, নগরীর যানজট নিরসনে মর্ডাণ মোড় থেকে সিও বাজার পর্যন্ত ফ্লাইওভার নির্মাণসহ নানা সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি নব-নিযুক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান। বক্তব্য রাখেন, রংপুর জেলা পুলিশ সুপার প্রকৌশলী ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি, মহানগর আওয়ামী লীগের আহŸায়ক ডাঃ দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, মহানগর সুজনের সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু সহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাগণ । সভায় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments