রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলাকটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবনযাপন, ৭ বছর যাবত পাচ্ছেন না সম্মানী ভাতা

কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধার মানবেতর জীবনযাপন, ৭ বছর যাবত পাচ্ছেন না সম্মানী ভাতা

রতন ঘোষ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার, চাঁন্দপুর ইউনিয়নের মঞ্জিলের কান্দা গ্রামের, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতিম তার সম্মানী ভাতা বন্ধ রয়েছে প্রায় সাত বছর ধরে । হঠাৎ সম্মানী ভাতা বন্ধ হওয়ার কোন কারণ, তিনি অদ্যবধি জানেন না এমনকি, মন্ত্রণালয় থেকেও তিনি, কোন ধরনের চিঠি পাননি বলে জানান।

৭০বছর  বয়সী হতদরিদ্র বীর মুক্তিযোদ্ধা হাতিম, সম্মানী ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম কষ্টে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। উল্লেখযোগ্য যে, তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে তিন লক্ষ টাকা ঋণ ও  গ্রহণ করেন। এই ঋণ তিনি তার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার অংশ থেকে পরিশোধ করে আসছিলেন। কিন্তু ভাতা বন্ধ হয়ে যাওয়ায় তিনি মহাসংকটে পড়ে একদিকে যেমন ঋণের  টাকা পরিশোধ করতে পারছেন না, অপরদিকে আর্থিক সংকটের কারণে স্ত্রী সন্তান নিয়ে মানবতার জীবন যাপন করছেন ।

বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতিম তার সম্মানী ভাতা ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী কৃপাদৃষ্টি কামনা করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments