রবিবার, মে ১৯, ২০২৪
Homeসারাবাংলাকুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ আহত ১১, আটক ২

কুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ আহত ১১, আটক ২

মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। এতে শিশু ও নারীসহ কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।রোববার (৫ মে) রাত ১০টায় মহিপুর থানার কুয়াকাটা পৌরসভার তুলাতুলি বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছয়জনকে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলীপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবু হানিফ খান গংদের সঙ্গে তুলাতলী এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারেফ আকন গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। রোববার ওই এলাকায় জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন।

আহতরা হলেন মোশাররফ আকন (৪৭), আমির আকন (৪৪), হাসান আকন (১৮), জাহিন আকন (২৪), সুমি বেগম (৩৫), চানবরু বিবি (৬৭), হ্যাপি বেগম (৪০)। আর গুরুতর জখম নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জাহিদুল ইসলাম খান (২৫), মনিরুল ইসলাম খান (৩২), আবুল বাশার (২৫), সালমান (২৩)।

আহত মোশাররফ আকন বলেন, পরিকল্পিত ভাবে আমাকে খুন করার উদ্দেশ্যে বিএনপি নেতা হানিফ মেম্বরের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। পরে আমাদেরকে স্হানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।এ ঘটনায় মহিপুর থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় পৃথক পৃথক দুটি মামলা হয়েছে। দুপক্ষের দুজনকে আটক করা হয়েছে। দুজনকেই সেমবার কলাপাড়া জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments