রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলাশাহজাদপুরে যুবলীগ নেতা সবুজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

শাহজাদপুরে যুবলীগ নেতা সবুজের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে যুবলীগ নেতা সবুজ ইসলাম (৪০) এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শনিবার (১ জুন) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এদিন সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শাহজাদপুর পৌরসভার প্রানকেন্দ্র দ্বারিয়াপুর বাজারের চৌরাস্তায় এ মানববন্ধন পালন করা হয়।

দ্বারিয়াপুরবাসীর ব্যানারে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক সহ শত শত নারী- পুরুষ নানা স্লোগান সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক মেয়র ও আহত সবুজের পিতা নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বেল্লাল হোসেন, শ্রমিক লীগ নেতা মোক্তার হোসেন, পৌর সেচ্ছাসেবকলীগ নেতা মামুন অর রশীদ মামুন, মৎস্যজীবী লীগ নেতা আল আমিন হোসেন, ছাত্রলীগ নেতা রিমন হোসেন, শাহীন হোসেন, আসমা খাতুন, রেশমা খাতুন, নাগিনা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ও সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা আব্দুর রহিমের নেতৃত্ব তাদের সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে পূর্বকল্পিতভাবে সবুজ ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। বক্তারা বলেন, শাহজাদপুরের রাজনৈতিক পরিস্থিতি অশান্ত করে তুলতে ওই মহল নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে কাজল ও রহিম সহ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা কর হবে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, সবুজ ইসলামকে মারধরের ঘটনায় তার পিতা নজরুল ইসলাম বাদি হয়ে ১৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আসামীদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে পৌরএলাকার দিলরুবা বাসস্ট্যান্ডে একদল যুবক সবুজ ইসলামকে পিটিয়ে গুরুতর আহত করে। আহতাবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে স্থানান্তর করা হয়। সবুজের স্বজনরা জানান, অবস্থার অবনতি হওয়ায় আজ ১ জুন শনিবার সিরাজগঞ্জ থেকে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে একাধিক সূত্রে জানা গেছে, ২৯ মে অনুষ্ঠিত শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে শেখ কাজলের বড় ভাই মাহবুবে সোবহান শেখ সজল ( টিউবওয়েল) বিপুল ভোটে বিজয়ী হন। ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে সবুজ ইসলাম গ্রুপের সমর্থিত প্রার্থী মারুফ হোসেন সুনাম ( চশমা) পরাজিত হন। মূলত নির্বাচনে জয় – পরাজয় নিয়ে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments