কলাপাড়া প্রতিনিধি : ঈদের তৃতীয় দিনে কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। হাজার হাজার পর্যটকের ভীড়ে প্রানচাঞ্চল্যতা ফিরে পেয়েছে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকত। মঙ্গলবার সকাল থেকেই সৈকতে এসকল পর্যটকের আগমন ঘটে। আগতরা বৈরী আবহাওয়া উপেক্ষা করে সৈকতের বালিয়াড়িতে ছোট বড় আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালীতে মেতেছেন। অনেকে সৈকতের বেঞ্চিতে বসে নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন। এছাড়া তিন নদীর মোহনা, লেম্বুর বন, ঝাউবাগান ও গঙ্গামতি সৈকত সহ সকল পর্যটন স্পটে রয়েছে এখন পর্যটকদের বাড়তি উপস্থিতি। পর্যটকদের ভীড়ে বুকিং বেড়েছে আবাসিক হোটেল মোটেল গুলোতে। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। আগতদের নিরাপত্তায় ট্যুরিষ্ট পুলিশ, নৌ-পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের তৎপরতা লক্ষ করা গেছে।
ঝিনুক দোকানী আবুল কালাম জানান,গতকালের চেয়ে আজকে অনেক পর্যটক বেড়েছে। আজকে আরো বাড়বে।
খান প্যালেজ হোটেলের সত্বাধিকারী মো: রহিম খান বলেন, এ বছর অতি গরমে তেমন পর্যটক হয়নি। ঈদ উপলক্ষে পর্যটক যাও আসবে বৈরী আবহাওয়ায় কারনে কি হয় জানিনা।
টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো: আবুল কালাম আজাদ জানান, পর্যটকের নিরাপত্তা জোরদার করেছি, আমরা সার্বক্ষণিক প্রস্তুত। পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, আমরা সার্বক্ষণিক পর্যটকের সেবায় নিয়োজিত আছি। গরম বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভাল পর্যটক আসছে, সামনের দুই দিনে ব্যাপক পর্যটকের আগমন ঘটবে।