উখিয়া প্রতিনিধি: ভারী বর্ষণের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ৪ টি পাহাড় ধসের ঘটনায় ২ জন বাংলাদেশীসহ ৭ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে আব্দুল করিম (১২) নামক স্কুল ছাত্র রয়েছে।
বুধবার (১৯ জুন) ভোর রাতে রোহিঙ্গা উখিয়ার ৮,৯,১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার ( অতিরিক্ত) মোঃ শামসু দৌজা পাহাড়ধ্বসে হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান নিহতদের উদ্ধার এবং এ ঘটনায় আহতদের কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক অতীশ চাকমা জানান রাত তিনটার দিকে বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধসে ২ জন মৃত্যু হয় । ফায়ার সার্ভিসের টিম তাদেরকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। ঠিক ওই সময় ভোর ৬ টায় পাহাড় ধসে আরো ২ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে ।এছাড়া ও ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ১ জন, ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ২ জন সহ ৭ জন রোহিঙ্গা মৃত্যু হন । নিহতদের মধ্যে একজন নারীও রয়েছে।
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান,১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পাশে ৪ নম্বর ওয়ার্ডের চোরাখোলা গ্রামের শাহ আলমের স্কুল পড়ুয়া পুত্র আবদুর রহিম (১২) পাহাড় ধ্বসে মৃত্যু হয়েছে। সে থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। এছাড়াও একজন বাংলাদেশী ব্যবসায়ী মৃত্যুর খবর পাওয়া গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্প পাহাড় ধ্বস প্রবণ এলাকা। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত রোহিঙ্গাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য মাইকিং করা হচ্ছে।