ফজলুর রহমান: রংপুরের পীরগাছায় এক পুকুরে ভেসে উঠেছে মাসুদা বেগম(৩৫) নামে এক গৃহবধূর মরদেহ। গতকাল(শুক্রবার) সকালে পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের তাম্বুলপুর দাসপাড়া গ্রামের একটি পুকুরে ওই গৃহবধূর মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করে থানা পুলিশ। মাসুদা বেগম স্থানীয় মাইক অপারেটর রফিকুল ইসলাম এর প্রথম স্ত্রী। তার ঘরে তিনটি মেয়ে সন্তান রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা, গত বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মাসুদা বেগম। এরপর থেকেই তাকে খুঁজতে থাকে পরিবারের লোকজন। কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। পরে গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে ভেসে উঠে মাসুদা বেগম এর মরদেহ। স্থানীয় লোকজন ভেসে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মাসুদা বেগম দীর্ঘদিন থেকে মৃগী রোগে ভূগছিলেন বলে স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়। রফিকুল ইসলাম এর সাথে রহমতচর গ্রামের মৃত ফুলমামুদ এর মেয়ে মাসুদা বেগম এর বিয়ে হয় প্রায় ২০ বছর আগে। প্রথম স্ত্রী থাকাকালে রফিকুল ইসলাম প্রায় দুই বছর পূর্বে দ্বিতীয় বিয়ে করেন।
মাসুদা বেগম এর ভাই আশরাফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, আমার বোনকে গলাটিপে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে। আমি বোন হত্যার বিচার চাই। পীরগাছা থানার এস আই(উপ-পরিদর্শক) রফিকুল ইসলাম বলেন, মরদেহ সুরতহাল রিপোর্ট করা হয়েছে । লাশের ময়নাতদন্ত করা হবে। তদন্ত চলমান, তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।