বাংলাদেশ প্রতিবেদক: সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে আজ শুক্রবারও শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারা দেশে বিভিন্ন স্থানে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানান। শাহবাগ মোড়েই শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করবেন বলে জানিয়েছেন।
এদিন বিকেল ৪টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর বিকেল ৫টায় মিছিল নিয়ে শিক্ষার্থীরা কলাভবন, লেকচার থিয়েটার ভবন ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে হয়ে ফের শাহবাগ অবরোধ করেন।
আন্দোলনকারীরা বলেছেন, সমাবেশে পরবর্তী আগামীকালের কর্মসূচি এখান থেকে ঘোষণা করা হবে।
বিস্তারিত আসছে…