মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জের সিংগাইরে পারিবারিক কলহের জেরধরে গলায় ফাঁস নিয়ে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডি গ্রামে। নিহতের নাম মিঠুন সরকার (৩৩)। তিনি দুই সন্তানের জনক। সে ওই গ্রামের নিরোধ চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলা জামশা ইউনিনের ছোট বরুন্ডি গ্রামের নিরোদ সরকারের ছেলে দুই সন্তানের জনক মিঠুন সরকার (৩৩) পারিবারিক কলহের ধরে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। এসময় পরিবারের লোকজন ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আরার সাথে ফাঁস নিয়ে ঝুলতে দেখে। পরে সিংগাইর থানায় খবর দেয়া হয়।
সিংগাইর থানার পুলিশ এসআই মো. সুমন মিয়া সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই সুমন বলেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোন কিছুই বলা যাচ্ছেনা। সিংগাইর থানার ওসি মো. জিয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।