রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসারাবাংলামুন্সীগঞ্জে গায়েবানা জানাজা নামাজ থেকে ২ জন আটক

মুন্সীগঞ্জে গায়েবানা জানাজা নামাজ থেকে ২ জন আটক

লিটন মাহমুদ: আজ বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে ওই দুইজনকে আটক করেছে পুলিশ।

সরকারী চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সারাদেশে হতাহতের বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জে গায়েবানা জানাজা নামাজ থেকে দুই নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জ শহর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মাহবুবুল আলম স্বপন ও মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান হিরণ।

পুলিশ জানায় বেলা ১১ টার দিকে শিক্ষার্থীদের পাশাপাশি জেলা বিএনপি কার্যালয়ের সামনে গায়েবানা জানাজা নামাজে দাড়ায় ২০-৩০ জন নেতাকর্মী। নামাজ শুরু হতেই পুলিশ সেখান থেকে শহর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মাহবুবুল আলম স্বপন ও পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান হিরণকে আটক করে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম আমাদের কে বলেন, ‘আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হলে পাশে বিএনপির নেতাকর্মীরাও জড়ো হন। এসময় তারা গায়েবানা জানাজা নামাজ শুরু করেন। পুলিশ দুই বিএনপি নেতাকে আটক করে।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments