জয়নাল আবেদীনঃ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত মহানগর ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এর ঘটনায় নাশকতার ২২টি মামলায় মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পর্যন্ত বিএনপি জামায়াত শিবির ছাত্রদল যুবদল এবং ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে ১৯২জন নাশকতাকারীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ ।
গতকাল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ডিসি ক্রাইম মো: মারুফ হোসেন । এদিকে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় নাশকতার অভিযোগে ৪৩ জন আসামীকে গ্রেফতার করেছে র্যাব- ১৩। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক সালমান নূর আলম সাংবাদিকদের জানিয়েছেন গত ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বেরোবি উপচার্যের বাস ভবনে হামলা, র্যাবের গাড়িতে আগুন, দুই পুলিশ ফাঁড়ি, মহানগর তাজহাট থানা, তিন পুলিশ কর্মকর্তার কার্যালয়, পুলিশ লাইন, আওয়ামীলীগ, ছাত্রলীগ কার্যালয়, মৎস্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অফিস সহ বেশ কয়েকটি সরকারী অফিসে ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটেছে। ঘটনার পর বিভিন্ন মাধ্যমে পাওয়া ভিডিও-অডিও পরীক্ষা করে তান্ডবের হোতা, মদদ দাতা, অর্থ সরবরাহকারী সহ সরাসরি তান্ডবে অংশ নেওয়া অনেক কে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ এর বিভিন্ন অভিযানিক দল ৩০ জুলাই পর্যন্ত রংপুর মহানগরী এলাকা হতে ১১ জন, নীলফামারী হতে ২৯ জন, গাইবান্ধা হতে ৩ জনসহ মোট ৪৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীগন সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে । পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।