মুহ. মিজানুর রহমান বাদল: নারায়নগঞ্জ কাজ শেষে ফেরার পথে চিটাগাং রোডে কোটা আন্দোলনে ছাত্র পুলিশ সংঘর্ষে গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ দিন পর মারা যান মানিকগঞ্জের সিংগাইরের রাজমিস্ত্রী ১ সন্তানের জনক মো. তুহিন আহমেদ। নিহতের বাড়ী উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামে। সে ওই গ্রামের শেখ বুদ্ধমিয়ার মেয়ের জামাতা। তার পৈতৃিক বাড়ী কুমিল্লা জেলার বাঞ্ছারামপুর উপজেলার সদরের মো. সাইদুল ইসলামের ছেলে মো. তুহিন আহমেদ (২৮)। সে এক সন্তানের জনক। স্থানীয়রা ও পারিবারিক সূত্রে জানাগেছে, নারায়নগঞ্জের একটি বহুতল ভবনে নির্মাণাধীন শ্রমিকের কাজ করতেন তুহিন। গত ১৮ জুলাই বিকেলে কাজ শেষে সিংগাইরে বাড়িতে ফিরছিলেন। এ সময় চিটাগাং রোড়ে পৌছলে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছি। এ সময় পুলিশের ছোড়া গুলিতে তুহিনের পেটে লাগে। এতে সে গুরুতর আহত হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এম্বুলেন্স যোগে তার সহকর্মীরা গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। বাড়িতে চিকিৎসা করা অবস্থার তার অবনতি হলে ১৯ জুলাই ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। নিহত তুহিনের স্ত্রী রিয়া আক্তার (২৪) জানান, কাজ শেষে বাড়িতে আসবেন বলে মোবাইলে কল করে জানায়। সন্ধ্যার পরে তার বন্ধু আবার কল করে গুলিতে আহতের খবর জানান। পরে এম্বুলেন্স যোগে বাড়িতে পাঠাতে বলি। বাড়িতে চিকিৎসা দেয়া হয়েছে পরে আমরা সাভার এনাম ক্লিনিকে ভর্তি করি। সেখানে অপারেশন করে আইসিউতে রাখা হয়। ৫ দিন পর আমাদের জানানো হয় সে মারা গেছেন নেই
এ ব্যাপারে তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী জানান, ইসলামনগর গ্রামের শেখ বুদ্ধমিয়ার মেয়ের জামাতা তুহিন। সে নারায়ণগঞ্জে কাজে গিয়ে আন্দোলনের মধ্যে পুলিশের গুলিতে আহত হয়ে ৫ দিন পর মারা যান।