জয়নাল আবেদীন: রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান পৃথক সংবাদ সম্মেলনে বলেছেন আমরা নিজেরাই এখন নিরাপত্তাহীনতায় অবস্থান করছি জনগনকে কিভাবে নিরাপত্তা দেবো ।তিনি সকল রাজনৈতিক দল সুশীল সমাজ স্কুল কলেজ বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমাজ এবং বিশেষ করে ছাত্রদের কাছে সহযোগিতা কামনা করেছেন । বৃহস্পতিবার বেলা আড়াইটায় ডিআইজি রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এবং বিকেল পৌনে চার টায় মেট্রোপলিটন পুলিশ কনফারেন্সরুমে কমিশনার পৃথক সংবাদ সম্মেলনে তাঁদের এই বক্তব্য উপস্থাপন করেন । দু‘জনই লিখিত বক্তব্য পেশ করেন । ডিআইজি বলেন রংপুর বিভাগের জেলায় কোটা আন্দোলনে কোন ছাত্র জনসাধারণ কিম্বা পুলিশ নিহত হওয়ার ঘটনা নেই তবে ১শ২২জন পুলিশ সদস্য বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আহত হয়েছে । তারা অনেকেই এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।তিনি বলেন কোটা আন্দোলন ঘটনায় ৯টি পুলিশ স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে । যার মধ্যে দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় অগ্নি সংযোগ,১টি ফাঁড়ি একটি থানা ২টি পুলিশ সুপার কার্যালয় ১টি পুলিশ লাইন্স,১টি সার্কে অফিসের বাসভবন ভাংচুর করা হয়েছে । এরপাশাপশি পুলিশের ব্যবহার যোগ্য ২৪টি যানকাহন ৪৭টি মোটর সাইকেল ভাংচুর এবং ২টি মেটির সাইকেল ২টি যানবাহনে অগ্নিসংযোগ করে । ডিআইজি আরো বলেন এসব কারনে অনেক পুলিশ ইউনিটে স্ব স্ব পুলিশ সদস্য কর্মবিরতি পালন করছে । এখন পুলিশকে সাহস যোগাতে সব কর্ণার থেকে সহযোগিতা প্রয়োজন । তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনে সাথে আমরা পুলিশের সংস্কারও দাবি জানাচ্ছি । আমরা রাষ্টের হয়ে কাজ করতে চাই আমরা কোন দলের হয়ে কাজ করতে চাই । আমরা জনগণের প্রত্যাশিত সেবা দিতে চাই। স্বাধীন ভাবে দায়িত্বপালন করতে চাই । তিনি বলেন অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা প্রকৃত জনগনের সেবক হতে চাই । এদিকে বিকেলে পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে বলেছেন চলমান ঘটনায় দেশের বিভিন্নস্থানে ছাত্র জনতা এবং অনেক পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছে। এ প্রেক্ষিতে পুলিশ সদস্যদেও মাঝে ক্ষোভ এবং আতংক বিরাজ করছে । তারা বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে তাদের দাবি আইজিপি মহোদয় অবগত হয়েছেন । তিনি আশ^স্থ করেছেনসরকারের নিকট সেই দাবিগুলো পৌছে দিবেন । সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার অঅরো বলেন এই নগরীরর সার্বিক আইশৃংখলা রক্ষায় ইতোমধ্যে মহানগর বিএনপি,জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইশলামী শাসনতন্ত্র আন্দোলন সহসুশীল সমাজেরনেতৃবৃন্দেও সাথে মিটিং করেছি । তারা আমাদের সর্বত্মক সহযোগিতা প্রদানের আশ^াস দিয়েছেন । সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি, অতিরিক্ত পুলিশ
কমিশনার, জেলা পুলিশ সুপার, মেট্রো উপপুলিশ কমিশনার সহ অন্যান্য পুলিশ কর্মকতাগণ উপস্থিত ছিলেন ।