বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালানের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় রঘুনাথপুর সীমান্ত থেকে তিনটি গরুসহ পাঁচ ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। এ সময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র ও পাচারের কাজে ব্যবহৃত দুটি নৌকা জব্দ করা হয়েছে।
শনিবার উপজেলার রঘুনাথপুর পদ্মা নদীর তীর থেকে তাদের ধরা হয়। গতকাল রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান। তিনি জানান, শনিবার সকালে ভারত থেকে তিনটি গরু নিয়ে পাঁচজন ভারতীয় পাচারকারী রঘুনাথপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
এ সময় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা গরুসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে রোববার সকালে শিবগঞ্জ থানায় মামলা দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।