জয়নাল আবেদীন: রংপুরে কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে গুলিতে নিহত আব্দুল্লাহ আল তাহিরের মরদেহ ৫১ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মামলার সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে আদালতের নির্দেশে রোববার দুপুরে রংপুর নগরীর শালবন মিস্ত্রীপাড়া কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যয় হাশেম। এসময় আশপাশের কৌতুহলী অনেক মানুষ ভিড় জমায় ।
নিহত আব্দুল্লাহ আল তাহির রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি ঢাকার বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অষ্টম পর্বের ছাত্র ছিলেন।