বাংলাদেশ প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে কামারখন্দের নলকা-শিয়ালকোল আঞ্চলিক সড়কের কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিএনজিচালিত অটোরিকশাচালক জেলার রায়গঞ্জ উপজেলার ব্রাহ্মণবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলের রাশেদুল ইসলাম (২৭), অটোরিকশার যাত্রী তারাশ উপজেলার প্রতাপ-ভাটারা গ্রামের রমজান রমজান আলীর ছেলে মোহাম্মদ নুরুজ্জামান শেখ (৫২) ও তার সহোদর তারেক রহমান (৫৫)। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।
সিরাজগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. লিটন হোসেন দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
কামারখন্দ থানার ওসি মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ হাসপাতালে পাঠানোর পর আরও দুজন মারা গেছেন।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন জানান, হাসপাতালে আনার পর চিকিৎসারত অবস্থায় দু’জন মারা গেছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।