বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
Homeসারাবাংলা'আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত বড় পদের পুলিশ কর্মকর্তাসহ কেউ ছাড় পাবেনা'

‘আবু সাঈদ হত্যাকান্ডে জড়িত বড় পদের পুলিশ কর্মকর্তাসহ কেউ ছাড় পাবেনা’

জয়নাল আবেদীন: রংপুর মেট্রোপলিটন পুলিশের নব-নিযুক্ত পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী বলেছেন আবু সাঈদ হত্যাকান্ডের সাথে জড়িত বড়পদের পুলিশ কর্মকর্তাসহ কেউ ছাড় পাবেনা ।তিনি বলেন অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যের জন্য পুলিশ বাহিনীর আজকের এই পরিণতি ।

মঙ্গলবার দুপুরে পুলিশ কমিশনার কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কমিশনার বলেন আবু সাঈদের হত্যার সাথে যত বড় র‌্যাংকের কর্মকর্তাই থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। সে নিস্কৃতি পাবে না। আমি যোগদানের পর যখন নিশ্চিত হয়েছি আমার পুলিশের দুই সদস্য আবু সাঈদের হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত, আমি পরের দিন তাদের তদন্তকারী কর্মকর্তার হাতে হ্যান্ড ওভার করেছি। আমি থাকা অবস্থায় এই ধারা অব্যহত থাকবে। শুধু তাই নয় । কিছু সুবিধাবাদী মহল এই পরিস্থিতিতে যেন তেনভাবে এজাহার নিয়ে থানায় আসতেছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে,তারা মামলা থেকে পাড় পাবেনা। ভবিষ্যতে তারা যেন আইনের ফাঁক-ফোকর থেকে বেরিয়ে যেতে না পারে সেদিকেও আমরা লক্ষ্য রাখছি। বর্তমানে কয়েকটি মামলা হয়েছে, সেটি তদন্তের জন্য সময় লাগবে। পুলিশ প্রমাণ সংগ্রহ করছে। এছাড়া আবুসাঈদের মামলায় সহায়তার জন্য পিবিআইকে আমরা সার্বিক সহযোগিতা করছি। নবাগত এই পুলিশ কমিশনার বলেন, আবু সাঈদকে কারা গুলি করলো, কিভাবে মৃত্যু হলো, এটি প্রমান করার জন্য খুব বেশি সাক্ষীর প্রয়োজন হবেনা। এরপরেও আবু সাঈদের হত্যা পরবর্তী সময়ে পুলিশ একটা অপ্রাপ্ত কিশোরকে গ্রেফতার করে হত্যাকারী সাজানোয় এটি অত্যন্ত লজ্জাজনক ।

পুলিশ কমিশনার আরো বলেন আবুসাঈদ তার জীবন উৎসর্গেও মধ্য দিয়েঅনিয়মের বেড়াজাল ভেঙে নিয়ম-শৃঙ্খলা তৈরি করতে চেয়েছেন । কোটা সংস্কার আন্দোলনে ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যু সারাদেশ সহবিশ্ব দেখেছে। সেই দিন আবু সাঈদ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে না পড়লে ৫ আগস্ট ক্ষমতা থেকে সরকার পড়ে যেত না। বৈষম্যের বিরুদ্ধে জীবন উৎসর্গ করা আবুসাঈদ ছিল ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। তিনি বলেন আমি যোগদানের পরই আবু সাঈদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছি এবংপুলিশ বাহিনীর পক্ষ থেকে ক্ষমা চেয়েছি।প্রকৃত পুলিশি দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে কমিশনার মজিদ আলী বলেন, আমাকে ফুলিয়ে ফাঁপিয়ে এই শহরে বড় করার কিছু নেই। বরং আমি যাতে আপনাদের যথাযথ সেবা দিতে পারি, এ জন্য সহযোগিতা করবেন। ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী পুলিশের যে সব কার্যক্রম চলছে তাতে সবার সহযোগিতা থাকা দরকার।

মতবিনিময় সভায়, রংপুর নগরীর যানজট সমস্যা নিরসন, মাদকের বিস্তার ও চাঁদাবাজি রোধ, কমিউনিটি পুলিশিং কমিটি শক্তিশালী করণ ও নগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আলোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান ,মেনহাজুল আলম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments