স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে বাড়ির আঙ্গিনায় চাষকৃত নিষিদ্ধ গাঁজার ২টি গাঁজা গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দলের সদস্যরা। মঙ্গলবার দুটি গাছসহ উপজেলার সাহাপুর ইউনিয়নের চর সাহাপুর এলাকায় আটকের ঘটনা ঘটে।
আটক হওয়া কারবারি বাবু সরদার (৪২) উপজেলার চর সাহাপুর এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে।
ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের পাবনা ‘খ, সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে মাদক বিরোধী দল ঈশ্বরদী থানাধীন চর সাহাপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় তারা আসামি বাবু সরদারের বসত বাড়ির আঙ্গিনায় রোপন করা অবৈধ মাদকদ্রব্য গাঁজার ২টি গাছসহ (১২ ফুট উচ্চতা এবং ৮ ফুট উচ্চতা ৮) আসামিকে গ্রেফতার করে।
মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।